Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কে নাইটক্লাবে আগুন, ২৯ জনের প্রাণহানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১০:১৪ পিএম

তুরস্কে নাইটক্লাবে আগুন, ২৯ জনের প্রাণহানি

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে সংস্কার কাজ চলাকালীন আগুন লেগে ২৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দিনের বেলার এ অগ্নিকাণ্ডে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর স্কাই নিউজ।

ইস্তাম্বুলের গায়রেত্তেপেতে অবস্থিত নাইটক্লাবটি একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে ছিল। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হবে। যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস।

ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, ‘যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ রহম করুন। যারা আহত হয়েছেন তাদের আমি দ্রুত সুস্থতা কামনা করছি।’

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাইটক্লাবের ম্যানেজার এবং সংস্কাদের দায়িত্বে থাকা একজনসহ পাঁচজনকে আটক করেছে বলে আইনমন্ত্রী ইলমাজ টুঙ্ক জানিয়েছেন।  
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম