Logo
Logo
×

আন্তর্জাতিক

সূর্যোদয়ের ১৫ মিনিটের মধ্যে সৌদিতে ঈদুল ফিতরের নামাজ পড়ার নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পিএম

সূর্যোদয়ের ১৫ মিনিটের মধ্যে সৌদিতে ঈদুল ফিতরের নামাজ পড়ার নির্দেশনা

সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিটের মধ্যে  ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। 

 সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুললতিফ বিন আবদুল আজিজ আল–শেখ। 

তিনি বলেন, দেশটিতে উম্ম আল-কুরা দিনপঞ্জি অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে খোলা মাঠে ও মসজিদে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভেতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে না।

মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও আরামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, সে জন্য আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার–পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় সংস্কারসহ প্রাথমিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল–শেখ।

সূত্র: সৌদি গেজেট

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম