Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ২২ দিন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৯:১৮ পিএম

ভারতে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ২২ দিন

গরমের তীব্রতা ইতোমধ্যে শুরু হয়েছে। ভারতে গরমের তীব্রতার পাশাপাশি বাড়ছে লোকসভা নির্বাচনের উত্তেজনাও। যে কারণে এবার গীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হচ্ছে। 

৬ মে থেকে ২ জুন পর্যন্ত ২২ দিন স্কুল ছুটি থাকবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে। 

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ৬ মে আজ থেকে এক মাস পাঁচ দিন পর। এখনই স্কুল ছুটির জন্য এভাবে নোটিশ দেওয়াটা বাস্তবসম্মত বলে মনে হয়নি। পরিস্থিতি অনুসারে ছুটি আরো এগিয়ে আনতেও হতে পারে। এত তাড়াতাড়ি ঘোষণা না করে পরিস্থিতির উপর নজর রেখে কয়েকদিন আগে ঘোষণা করা বাস্তবসম্মত ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লোকসভা ভোটের আগে গরমের জন্য স্কুল-কলেজ ছুটি থাকবে ১২ দিন। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে স্কুল-কলেজগুলো। যে কারণে ছুটির মেয়াদ বেড়ে ২২দিন হয়ে যাবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম