সিরিয়ায় একটি বাজারে বোমা বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জনেরও বেশি। রোববার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার আলেপ্পো প্রদেশের আজাজ শহরের একটি জনপ্রিয় বাজারে বিস্ফোরণটি ঘটেছে। এ সময় বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুদের নিয়ে কেনাকাটা করছিলেন ক্রেতারা।
বাজারে মানুষের ভিড় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয় বলেও জানায় সংগঠনটি। কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। আজাজ শহরটি মূলত তুরস্কপন্থি কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে লড়াই করছে। এনডিটিভি।