নিজের জন্মদিনের কেক খেয়ে প্রাণ গেল শিশুর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৯:৫০ এএম
ভারতের পাঞ্জাবে নিজের জন্মদিনের কেক খেয়ে মানভি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ মার্চ ছিল ১০ বছরের ছোট্ট শিশু মানভির জন্মদিন। সেদিন সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সঙ্গে নিজের জন্মদিনের কেক কাটে শিশুটি। কেকটি অর্ডার করা হয় একটি অনলাইন শপ থেকে।
জন্মদিনের কেক কাটার সময়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তার পরিবার। যেখানে দেখা যায়, শিশুটি খুব খুশি। হাসিমুখে সবার শুভেচ্ছা নিয়ে কাটছে কেকটি।
মানভির দাদা হারবান লালের অভিযোগ, ওই কেকে বিষাক্ত কোনো উপদান মেশানো ছিল। কেক খাওয়ার কয়েক ঘণ্টা পর বমি করা শুরু করে শিশুটি ও তার বোন। বারবার পানি খেলেও তৃষ্ণায় ছটফট করছিল মানভি। সেই সময় মুখ শুষ্ক হয়ে যাওয়ার কথাও জানায় সে।
প্রচণ্ড অস্বস্তিতে একপর্যায়ে ঘুমিয়ে পড়ে মানভি। এর পর অবস্থা আরও খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন এবং তার ওপর ইলেক্ট্রোকার্ডিওগ্রাম প্রয়োগ করা হলেও তাকে বাঁচানো যায়নি।
কেক ডেলিভারি দেওয়া সেই বেকারির মালিকের বিরুদ্ধে একটি এফআইআর করেছে শিশুটির পরিবার। এ ছাড়া পরীক্ষার জন্য কেকের একটি নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।