গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করছে তুরস্ক: এরদোগান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৩:৩৪ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি:সংগৃহীত।
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলার জন্য ইসরাইলকে চাপ দেওয়ার প্রচেষ্টা জোরদার করেছে তুরস্ক। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইস্তানবুলের সানকাকটেপে জেলায় এক নির্বাচনি সমাবেশে এ কথা বলেছেন। খবর ডেইলি সাবাহ।
এরদোগান বলেন, 'জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অবিলম্বে যুদ্ধবিরতির সিদ্ধান্তের’ পর আমরা ইসরাইলের ওপর চাপ বাড়াতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছি।'
আরও পড়ুন: গাজায় মানবিক সহায়তার আরেকটি জাহাজ পাঠাল তুরস্ক
নির্বাচনি সমাবেশের বক্তৃতায় তিনি আরও বলেন, 'ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা ও দখলকৃত ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে তাদের স্বাধীন রাষ্ট্র পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না।'
গাজায় শান্তি প্রতিষ্ঠায় নিজেদের সামর্থ্যের মধ্যে তুরস্ক সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।
সিরিয়া, সোমালিয়া ও কারাবাখের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করার কথা উল্লেখ করে এরদোগান বলেন, তুরস্ক 'মর্যাদার সঙ্গে গাজার বিচার' মোকাবিলা করারও চেষ্টা করছে।
এর আগে গত সোমবার পবিত্র রমজান মাসের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিন এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল।