Logo
Logo
×

আন্তর্জাতিক

‘বাইডেনের অধীনে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি অসম্ভব’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৭:১৩ পিএম

‘বাইডেনের অধীনে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি অসম্ভব’

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যতদিন বাইডেন থাকবেন ততদিন রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ। 

তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি আশা করার কোনো মানে হয় না। অদূর ভবিষ্যতে এ সম্পর্কের উন্নতি অসম্ভব।

বর্তমান প্রশাসন হোয়াইট হাউসের ওভাল অফিসে কিভাবে টিকে থাকা যায় সেদিকেই বেশি মনোযোগ দিয়েছে। চ্যানেল ওয়ানকে এসব কথা বলেন তিনি। খবর আল-জাজিরার

আনাতোলি আন্তোনভ আরো বলেন, তারা (যুক্তরাষ্ট্র) তাদের রাশিয়ান নীতি পরিবর্তন করবে না। কারণ এটি করলে তাদের ব্যর্থতা প্রমাণিত হয়ে যাবে। 

রাষ্ট্রদূত আরো বলেন, মস্কোর কনসার্ট হলে হামলার পর কোনো সিনেটর বা কংগ্রেসম্যান রুশ দূতাবাসে সমবেদনা জানাবেন বলে তিনি আশা করেছিলেন, কিন্তু এ ধরনের কিছুই ঘটেনি।

মস্কোর কনসার্টে ভয়াবহ হামলার পর এ মন্তব্য করলেন এই রাষ্ট্রদূত। ওই হামলায় যুক্তরাষ্ট্রের হাত আছে বলে দাবি করেছেন অনেক রুশ বিশ্লেষক ও রাজনীতিক। তারা বলছে, মস্কোয় হামলা করে আইএস এর ওপর দায় চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম