Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় ধসে পড়েছে সেতু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় ধসে পড়েছে সেতু

জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের শহর বাল্টিমোরের ফ্রানসিস স্কট কি সেতু ধসে পড়েছে।

মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে মঙ্গলবার জানিয়েছে এএফপি।

বাল্টিমোর শহরের ফায়ার সার্ভিসের যোগাযোগ পরিচালক কেভিন কার্টরাইট জানান, একটি বড় জাহাজের ধাক্কায় সেতুটি প্যাটাপস্কো নদীতে ধসে পড়েছে। এতে অন্তত সাত ব্যক্তি ও বেশ কয়েকটি পরিবহণ নদীতে পড়ে গেছে।

তবে এখনো হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানায়, জাহাজের ধাক্কায় ধসে পড়েছে আই-৬৯৫ কি সেতু।

সংস্থাটি মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের নৌযানচালকদের প্যাটাপস্কো নদীপথ এড়িয়ে যেতে অনুরোধ করে এবং জায়গাটিকে দুর্ঘটনাস্থল বলে অভিহিত করে।

বাল্টিমোর পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, নদীতে মানুষ আটকে থাকতে পারেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম