মস্কো হামলায় অভিযুক্তদের যেভাবে আদালতে নেয়া হলো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৩:১১ পিএম
অভিযুক্তদের আদালতে নেওয়া হচ্ছে
মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলায় ঘটনায় চার ব্যক্তিকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করেছে রাশিয়ার আদালত। এদের তিনজনকে চোখ বেঁধে মস্কোর একটি আদালতে নিয়ে যাওয়া হয়েছে। চতুর্থজন হুইলচেয়ারে বসা ছিলেন। চারজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবারের ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় দায় স্বীকার করে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস ভিডিও পোস্ট করেছে।
যদিও রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেন জড়িত বলে দাবি করেছেন। অবশ্য কোনো প্রমাণ তুলে ধরেননি তারা।
রাশিয়া জানিয়েছে, অভিযুক্ত চারজন হলেন- দালেরদজহন মিরজোয়েভ, সাইদাক্রামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি এবং মুহাম্মাদসোবির ফায়জভ।
বিবিসি জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে, তাদের তিনজনকে পুলিশ চোখ বেঁধে রাশিয়ার রাজধানীর বাসমানি জেলা আদালতে নিয়ে যাচ্ছে। সবাইকে আহত অবস্থায় দেখা গেছে।
মিরজোয়েভ এবং রাচাবালিজোদার চোখে কালশিটে পড়ে গিয়েছিল এবং শেষজনের কানে ব্যান্ডেজ করা ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের মতে, ফারিদুনির মুখ মারাত্মকভাবে ফুলে গিয়েছিল এবং ফায়জভকে হুইলচেয়ারে আদালতে আনা হয়েছিল এবং তার একটি চোখ নেই বলে মনে হয়েছে।
টেলিগ্রাম মেসেজিং সার্ভিসে পোস্ট করা আদালতের একটি বিবৃতিতে বলা হয়েছে, মিরজোয়েভ ‘পুরোপুরি তার দোষ স্বীকার করেছে’। রাচাবলিজোদাও ‘অপরাধ স্বীকার করেছে’ বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
এই চারজনই রাশিয়ার নাগরিক বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি।
আদালতের বিবৃতিতে আরও বলা হয়েছে, ২২ মে বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত এই চারজন আটক অবস্থায় থাকবে।
শুক্রবার রাতে মস্কোর উপকণ্ঠে ক্রোকাস সিটি হলে চারজন বন্দুকধারী হামলা চালানোর কয়েক ঘণ্টা পর তাদের গ্রেফতার করা হয়।
মস্কোর এ কনসার্টে অংশ নেওয়া আনুমানিক ছয় হাজার মানুষের ওপর হামলাকারীরা গুলি চালানো শুরু করে। অনুষ্ঠানস্থলে তারা আগুন জ্বালিয়ে দেয়ার ফলে ছাদ ধসে পড়ে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ১৩৭ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ১৪৩ জন নিহতের খবর দিয়েছে।