Logo
Logo
×

আন্তর্জাতিক

১০ দিনে মসজিদে নববীতে এক কোটি মুসল্লি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম

১০ দিনে মসজিদে নববীতে এক কোটি মুসল্লি

পবিত্র রমজানের প্রথম ভাগে অর্থাৎ রহমতের ১০ দিনে সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে প্রায় এক কোটি মুসল্লি পরিদর্শন করেছেন। এছাড়া একই সময়ে প্রায় সাড়ে সাত লাখ মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করেছেন। খবর গালফ নিউজের

প্রতিবেদনে বলা হয়েছে, দ্য জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য গ্রান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স মস্কের তথ্যমতে, রমজানের প্রথম ১০ দিনে মসজিদটিতে ইবাদত করেছেন মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ মানুষ।

এ সময়ের মধ্যে সকল মুসল্লির সুবিধার্থে মসৃণ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সবাইকে উচ্চ মানের পরিষেবা প্রদান করেছে পবিত্র এই মসজিদটি।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২৬ হাজার ৯১০ জন বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তি গত সপ্তাহে তাদের দেওয়া পরিষেবাগুলো থেকে উপকৃত হয়েছেন।

এছাড়া গন্তব্যে পৌঁছাতে কর্তৃপক্ষের বিভিন্ন নির্দেশিকা পরিষেবাগুলো ব্যবহার করে উপকৃত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯৩ জন।

একই সময়ে মসজিদ কর্তৃপক্ষ ১ লাখ ৯৫ হাজার ৮০০ বোতল জমজমের পানি বিতরণ করেছে এবং মসজিদের মধ্যে নির্দিষ্ট এলাকায় রোজাদারদের জন্য ২৯ লাখ ৮ হাজার ৫৩০টি ইফতার সরবরাহ করেছে বলেও জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম