Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে আবার বাণিজ্যিক সম্পর্ক চালু করতে চায় পাকিস্তান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০১:৫৮ পিএম

ভারতের সঙ্গে আবার বাণিজ্যিক সম্পর্ক চালু করতে চায় পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি:সংগৃহীত।

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুণরায় চালু করার ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান। শনিবার বেলজিয়ামের ব্রাসেলসে নিউক্লিয়ার এনার্জি সামিটে অংশগ্রহণের পর লন্ডনে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

সংবাদ সম্মেলনে তিনি ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহের কথা তুলে ধরে প্রতিবেশী দেশের প্রতি কূটনৈতিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দেন। 

আরও পড়ুন: দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াবে সৌদি আরব ও পাকিস্তান

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, 'আমরা ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।'

এসময় পাকিস্তানের পররাষ্ট্ররাষ্ট্রমন্ত্রী দেশকে অর্থনৈতিক অগ্রগতির পথে ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক অসুবিধা ও মুদ্রাস্ফীতি কমাতে একটি পাঁচ বছরের রোড ম্যাপ বাস্তবায়ন করার কথাও উল্লেখ করেন। 

এর আগে ২০১৯ সালের আগষ্ট মাসে অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা প্রত্যাহার করেছিল  ভারত। এরপর দেশটির এমন পদক্ষেপের প্রতিবাদস্বরূপ ভারতের সঙ্গে বানিজ্যিক সম্পর্ক স্থগিত করে রেখেছিল পাকিস্তান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম