ভারতকে ‘ঘনিষ্ঠ সহযোগী’ বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৯:০৯ পিএম
ভারতবিরোধী বক্তব্যের জন্য বারবার শিরোনাম হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই মালে ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক ক্রমে শীতল হচ্ছে। তবে এবার ভারতকেই মালদ্বীপের ‘ঘনিষ্ঠতম’ সহযোগী বলে উল্লেখ করেছেন তিনি।
ভারত-মালদ্বীপ টানাপোড়নের মধ্যেই হঠাৎ করে বৃহস্পতিবার স্থানীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুইজ্জু বলেন, ভারত বরাবরই মালদ্বীপকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বহু প্রকল্প দ্বীপরাষ্ট্রেই করেছে নয়াদিল্লি।
মুইজ্জু জানান, তার আশা ভারত থেকে আগের সরকার যা ঋণ নিয়েছিল তা মওকুফ করে দেবে মোদি সরকার। গত বছরের শেষে ভারত থেকে ৪০ কোটি ডলার ঋণ নিয়েছিল মালদ্বীপ।