Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার কনসার্ট হলে হামলার নিন্দা তুরস্কের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম

রাশিয়ার কনসার্ট হলে হামলার নিন্দা তুরস্কের

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি:সংগৃহীত।

রাশিয়ার কনসার্ট হলের হামলায় নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করে বলেছেন,মস্কো অঞ্চলে 'জঘন্য সন্ত্রাসী হামলার' নিন্দা জানাচ্ছে আঙ্কারা।

ফিদান রুশ জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানানোর সময় ল্যাভরভের কাছে এ হামলার নিন্দা জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।

পৃথক এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি দুঃখ প্রকাশ করেছে।  

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে লিখেছেন, 'রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।'

আরও পড়ুন: কনসার্টে হামলা পুতিনের পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি: ইউক্রেন

এক্সের পোস্টে 'নিরপরাধ মানুষকে টার্গেট করা সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে অপরাধ' বলে উল্লেখ করেন তিনি। 

তুর্কি পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুসও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে 'জঘন্য সন্ত্রাসী হামলার' নিন্দা জানিয়েছেন। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান উপদেষ্টা আকিফ কাগাতে কিলিকও এক্সের একটি পোস্টে বলেছেন, 'বিশ্বের যেখানেই এটি ঘটুক না কেন, আমরা নিরপরাধ বেসামরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াব।'

মস্কোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত তানজু বিলজিক 'কঠোরভাবে' এ হামলার নিন্দা জানিয়েছেন। রাশিয়া ও সে দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম