Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরাইল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৩:২৫ পিএম

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরাইল

ইসরাইলের হামলার মুখে আল-শিফা হাসপাতাল ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ছবি:এএফপি।

কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করছে ইসরাইল ও হামাস। এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলার জন্য মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরাইল। 

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নিজ দেশের জন্য আরও অস্ত্রের আবেদন নিয়ে রোববার ওয়াশিংটনে যাবেন বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরাইলি এবং মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস। 

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি মন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করবেন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে জাতিসংঘে ভোট আজ

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে ফোনে বলেছেন, অস্ত্রগুলোর মধ্যে শুধু গাজায় ইসরাইলের যুদ্ধ সম্পর্কিত স্বল্পমেয়াদি অনুরোধই থাকবে না। বরং এফ -৩৫ এবং এফ-১৫ যুদ্ধবিমানের মতো দীর্ঘমেয়াদি  ক্রয়ও এতে অন্তর্ভুক্ত থাকবে। 

এর আগে বৃহস্পতিবার ইসরাইল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্র ব্যবহার সম্পর্কিত একটি লিখিত আশ্বাস জমা দিয়েছে। 

এতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বাইডেনের জারি করা একটি নতুন জাতীয় নিরাপত্তা স্মারকলিপির অংশ হিসাবে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অস্ত্র গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ব্যবহার করা হচ্ছে না। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম