Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে এরদোগানের প্রতি কৃতজ্ঞ রাশিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৪:৪৬ পিএম

যে কারণে এরদোগানের প্রতি কৃতজ্ঞ রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি:সংগৃহীত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেওয়ায় তুরস্ক এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন সরকারের পক্ষে এ কৃতজ্ঞতা জানান। খবর ডেইলি সাবাহর। 

জাখারোভা বলেন, 'সম্মিলিত পশ্চিমের অবিরাম আক্রমণাত্মক বিবৃতির সময়ে শান্তির আহ্বান গুরুত্বপূর্ণ।'

তিনি আরও বলেন, 'আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা পরিস্থিতি সমাধানের পক্ষে, শান্তির পক্ষে, আলোচনা প্রক্রিয়ার পক্ষে কথা বলে এবং যারা মধ্যস্ততার প্রচেষ্টার প্রস্তাব দেয়।'

জাখারোভা তার বক্তৃতায় তুরস্ক এবং ব্যক্তিগতভাবে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

আরও পড়ুন: চীন সফরে যেসব বিষয়ে কথা বলবেন পুতিন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, অনেক দেশ বুঝতে পারে 'সম্মিলিত পশ্চিম সমগ্র বিশ্বকে কীসের জন্য চাপ প্রয়োগ করছে'। পশ্চিমা বিশ্ব বর্তমানে অবিরাম আক্রমনাত্মক বিবৃতি দিয়ে যাচ্ছে, অস্ত্র সরবরাহ অব্যাহত রাখাসহ 'সন্ত্রাসী কর্মকান্ডের পৃষ্ঠপোষকতা' করছে। আর এমন একটি সময়ে যারা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে 'তাদের প্রতি আমরা কৃতজ্ঞ'। 

রাশিয়া ইউক্রেন যুদ্ধ তুরস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম