Logo
Logo
×

আন্তর্জাতিক

বিজয়ী ভাষণে ইউক্রেন আক্রমণকে অগ্রাধিকারের ঘোষণা পুতিনের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম

বিজয়ী ভাষণে ইউক্রেন আক্রমণকে অগ্রাধিকারের ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি:এএফপি।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিশ্চিত জয়ের পথে ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার আগেই বিজয়ী ভাষণ দিয়েছেন তিনি। পুতিন তার বিজয়ী ভাষণে ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযানকে' অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

এ সময় তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। বিজয়ী ভাষণে পুতিন তাকে ভোট দেওয়ার জন্য রাশিয়ার সাধারণ নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমার জয় দেশকে সমৃদ্ধ করবে৷'

তিনি আরও বলেন, তার বিজয় প্রমাণ করে, রাশিয়ার জনগণ ঐক্যবদ্ধ। 

পুতিন তার বিজয়ী ভাষণে রাশিয়ার বেশ কয়েকটি শহর এবং বিদেশি ভোটকেন্দ্রে বিরোধীদলীয় নেতা প্রয়াত অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ার সংগঠিত বিক্ষোভের সমালোচনা করেন। 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কারাগারে মারা যাওয়ার আগে তিনি নাভালনিকে মুক্ত করার জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছিলেন। 

উল্লেখ্য, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ অনুসারে, সোমবার ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের ফল জমা পড়েছে। এর মধ্যে মোট ভোটের ৮৭.৩৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন পুতিন।

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম