Logo
Logo
×

আন্তর্জাতিক

জয়ের পর রাশিয়ার জনগণকে ধন্যবাদ জানিয়ে যা বললেন পুতিন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম

জয়ের পর রাশিয়ার জনগণকে ধন্যবাদ জানিয়ে যা বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি:এএফপি।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচেন নিশ্চিত জয় পেতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। চারদিক থেকে নির্বাচনে জয়ের খবর আসার পর ভোটকেন্দ্রে আসা নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। খবর বিবিসি, এএফপির। 

সোমবার তার প্রচারাভিযানের সদর দপ্তরে দেওয়া বক্তৃতায় পুতিন বলেন, 'নির্বাচনে আমার জয় রাশিয়াকে আরও শক্তিশালী ও কার্যকর হতে দেবে। প্রতিটি কণ্ঠস্বর থেকে আমরা রাশিয়ার জনগণের একটি সাধারণ ইচ্ছা তৈরি করছি।'

পুতিন তার বক্তৃতায় ইউক্রেনে রাশিয়ার প্রথম সারির যোদ্ধাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, 'তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইচ্ছা, আমাদের বিবেককে দমন করার চেষ্টা করুক না কেন, ইতিহাসে কেউই সফল হতে পারেনি। তারা বর্তমানে ব্যর্থ হচ্ছে এবং ভবিষ্যতেও তারা ব্যর্থ হবে। '

উল্লেখ্য, রাশিয়ায় শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনব্যাপী চলেছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ অনুসারে, মোট ভোটের ৮৭.৩৩  শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন পুতিন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম