Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার গাজায় বিমান থেকে ত্রাণ ফেলল জার্মানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০২:১৪ পিএম

এবার গাজায় বিমান থেকে ত্রাণ ফেলল জার্মানি

এবার গাজায় বিমান থেকে ত্রাণ সরবরাহ করেছে জার্মানি। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যারাশুটের মাধ্যমে অঞ্চলটিতে চার টন মানবিক সহায়তা সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

প্যারাশুটের মাধ্যমে মানবিক সহায়তা পাঠানোর জন্য ব্যবহৃত বিমানটি ফ্রান্সের ইভরেক্সে অবস্থান করেছিল। 

জার্মান বিমানবাহিনী জানায়, এটি ছিল একটি সি-১৩০ টাইপের বিমান।  এই বিমানে ১ হাজার মিটার উচ্চতা থেকে চারটি প্যালেট ফেলা হয়েছিল। 

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, 'এইভাবে, আমরা গাজায় যারা সংগ্রাম করছে তাদের কাছে জরুরিভাবে প্রয়োজনীয় ওষুধ এবং খাবার পৌঁছানো নিশ্চিত করতে অবদান রাখতে পারি। '

এর আগে অঞ্চলটিতে বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে ত্রাণ সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম