Logo
Logo
×

আন্তর্জাতিক

হামলা-নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় ৭০ হাজার ফিলিস্তিনির তারাবি আদায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০১:৩৯ পিএম

হামলা-নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় ৭০ হাজার ফিলিস্তিনির তারাবি আদায়

চলমান গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলি বাহিনীর হামলা এবং ইসরাইলি নিষেধাজ্ঞার মধ্যেই পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি। 

বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে মসজিদটিতে ফিলিস্তিনিদের তারাবি নামাজ আদায়ের এই তথ্য জানিয়েছে জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ। খবর ইয়েনি সাফাক। 

বিবৃতিতে তারা বলেছে, ৭০ হাজার ফিলিস্তিনি রমজানের পঞ্চম রাতে আল-আকসা মসজিদে তারাবি নামাজে অংশ নিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, এ সময় মসজিদের প্রবেশপথে মোতায়েন করা ছিল ইসরাইলের সেনাবাহিনী। তারা হাজার হাজার ফিলিস্তিনি যুবককে প্রবেশ করতে বাধাও দিয়েছিল। 

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিমতীরে হামলা বৃদ্ধিসহ আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ সীমাবদ্ধ করেছে তেলআবিব সরকার। 

মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ। তবে এই অঞ্চলটিকে ইহুদিরা তাদের ধর্মীয় স্থান 'টেম্পল মাউন্ট' বলে দাবি করে। প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের অবস্থান এখানে ছিল বলেও দাবি করে তারা। 

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও তারা পুরো শহর দখল করে নেয়। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম