বাড়িতে হাঁটাহাঁটির সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ খবর পাওয়ামাত্রই মমতার দ্রুত সুস্থতা কামনা করে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির টুইটবার্তার জবাবে ‘ধন্যবাদ’ জানিয়েছেন মমতা। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আপনার প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। ধন্যবাদ।’
বৃহস্পতিবার খবর ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও মমতার দ্রুত আরোগ্য কামনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ রাজনীতির বিশিষ্টজনেরা। আরোগ্য কামনা করে বার্তা দেন কংগ্রেস সাংসদ শশী ঠারুর, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। দ্রুত আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপাল ও নাকে গুরুতর আঘাত পান মমতা। সন্ধ্যায় তাকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। রক্ত ঝরা বন্ধ হয় মোট চারটি সেলাইয়ের পরে। কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়েছে। পরে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আসার পরে চিকিৎসকদের একাংশকে মুখ্যমন্ত্রী বলেছেন, পিছন থেকে ঠেলা অনুভব করার পরে তিনি পড়ে যান। সূত্রের খবর, সিটি স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ না হলেও সেখানে প্রবল ঝাঁকুনি হয়েছে।