ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১২:৩১ পিএম
২০১৩ সালের ২৬ জানুয়ারি ভারতের নয়া দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ প্রদর্শিত হয়েছিল৷ ছবি:এপি।
ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ এক সাপ্তাহিক ভাষণে এই অভিযোগ করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিব্রিউনের।
তিনি বলেন, 'পাকিস্তান ১১ মার্চ ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নোট করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম জানানো হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগাম নোটিশ সংক্রান্ত চুক্তির ধারা ২-এ নির্ধারিত তিন দিনের টাইমলাইন অনুসরণ করেনি ভারত।'
উল্লেখ্য, ভারত গত ১১ মার্চ অগ্নি-৫ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সফল ফ্লাইট পরীক্ষা চালিয়েছে। মিশন দিব্যস্ত্র নামে ভারতের এমআইআরভি প্রযুক্তির ফ্লাইট পরীক্ষাটি ওডিশার ড. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে পরিচালনা করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।
একটি চুক্তির অধীনে যে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় পাকিস্তান ও ভারত পরস্পরকে আগাম নোটিশ দিতে বাধ্য। কিন্তু গত ১১ মার্চের ক্ষেপণাত্র পরীক্ষার সময় ভারত এই চুক্তি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান।
মমতাজ জাহরা তার সাপ্তাহিক ভাষণে ভারতের উদ্দেশ্যে বলেন, 'আগাম নোটিশ সংক্রান্ত চুক্তিটি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। '
চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে সঙ্গে ১৯৯০ সাল থেকে মাঝারি এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে ভারত।