মধ্যপ্রাচ্যে ইরান, রাশিয়া ও চীনের যৌথ মহড়া
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম
ওমান উপসাগর ও আরব সাগরে ইরান ও চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত ওমান উপসাগরের জলসীমায় যৌথ সামরিক মহড়া চালাবে চীন, ইরান ও রাশিয়া।
সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানি নৌবাহিনীর নৌ এবং এয়ারবোর্ন ইউনিট এই মহড়ায় অংশ নেবে। পাশাপাশি থাকবে রাশিয়া এবং চীনের নৌ ও এয়ারবোর্ন ইউনিট।
মেরিটাইম সিকিউরিটি বেল্ট ২০২৪-এর অর্থ হচ্ছে- মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা এবং মৌলিক বিষয়গুলোর উন্নতি ঘটানো। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্ব শান্তি এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় দেশগুলোর সদিচ্ছা প্রদর্শনের বিষয়টিও এই মহড়ার একটি অন্যতম লক্ষ্য।
রাশিয়ার যুদ্ধজাহাজ বহরের নেতৃত্ব দিচ্ছে এর প্যাসিফিক ফ্লিটের একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ভারিয়াগ। এ মহড়ার পর্যবেক্ষক হিসেবে দায়িত্বপালন করবে পাকিস্তান, কাজাখস্তান, আজারবাইজান, ওমান, ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান, চীন এবং রাশিয়া যৌথভাবে বেশ কয়েকটি মহড়া চালিয়েছে।