আত্মাহুতি দেওয়া সেই মার্কিন সেনার নামে সড়ক নামকরণ করল ফিলিস্তিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে আত্মাহুতি দেওয়া মার্কিন সেনা অ্যারন বুশনেলের নামে একটি সড়কের নামকরণ করেছে ফিলিস্তিন।
সড়কটির অবস্থান অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে। অ্যারন বুশনেলের হৃদয়বিদারক মৃত্যুর দুই সপ্তাহ পর গত রোববার (১০ মার্চ) ওই সড়কের নতুন নামকরণ করেন জেরিকোর মেয়র আবদুল কারিম সিদর।
গাজায় ইসরাইলের নজিরবিহীন আগ্রাসন ও নির্বিচার গণহত্যায় যুক্তরাষ্ট্রের সমর্থন মানতে পারছিলেন না মার্কিন বিমানবাহিনীর সদস্য অ্যারন বুশনেল (২৫)।
ইসরাইলি গণহত্যায় পশ্চিমাদের সমর্থনের প্রতিবাদে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের সামনে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
অ্যারনের আত্মাহুতির ফুটেজ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপরই হাসাম নিয়ন্ত্রিত গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। যা গত প্রায় ছয় মাস ধরে অব্যাহত রয়েছে।
ইসরাইলি হামরায় এরই মধ্যে পুরো গাজা শহর ধ্বংস হয়ে গেছে। এছাড়া এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার।
এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে এই ঘটনা ক্রমবর্ধমান ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। ফিলিস্তিনি জনগণ ও বিশ্বের মুক্ত মানুষের স্মৃতিতে মার্কিন বিমানবাহিনীর এই সদস্য অমর থাকবেন। তিনি ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সংগত অধিকারের প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক।
হামাস আরও বলেছে, নিজের গায়ে আগুন দিয়ে মার্কিন বিমানবাহিনীর যে সদস্য মারা গেছেন, তিনি তার যুদ্ধবিরোধী প্রতিবাদের জন্য ‘অমর’ হয়ে থাকবেন। তিনি ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সংগত অধিকারের প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক।
সূত্র: গার্ডিয়ান