জাপানে ‘হদিস’ মিলছে না প্রায় ৯০০টি বিলাসবহুল ঘড়ির। এসব ঘড়ির মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। একটি অনলাইন ভাড়ার প্ল্যাটফর্মকে এসব বিলাসী ঘড়ি দিয়েছিলেন প্রকৃত মালিকরা। প্ল্যাটফর্মটি গুটিয়ে গেলে এসব ঘড়ির আর হদিস পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মটির মালিক সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পালিয়ে গেছেন।
এখন জাপানি পুলিশ এসব ঘড়ি খুঁজে বের করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছেন। অনলাইন প্ল্যাটফর্মটির নাম ‘টোকে ম্যাচ’।
জাপানের মধ্যাঞ্চলের ওসাকা শহরভিত্তিক প্ল্যাটফর্মটি মালিকদের কাছ থেকে রোলেক্স, ওমেগাস, ট্যাগ হিউয়ার্সসহ নামিদামি ব্র্যান্ডের ঘড়ি নিত। পরে তারা এসব ঘড়ি নিজেদের গ্রাহকদের কাছে ভাড়া দিত।