Logo
Logo
×

আন্তর্জাতিক

অন্তঃসত্ত্বা অবস্থায় বুলিংয়ের শিকার হয়েছেন মেগান মার্কেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম

অন্তঃসত্ত্বা অবস্থায় বুলিংয়ের শিকার হয়েছেন মেগান মার্কেল

নারীদেরকে প্রায়ই সামাজিক মাধ্যমে হেয় করা হয়। এর প্রতিবাদে নারীদের অধিকার নিয়ে মন্তব্য করলেন ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য মেগান মার্কেল। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি হাই-প্রোফাইল প্যানেলের বক্তা হিসেবে বক্তব্য রাখেন মার্কেল। তখন তিনি জানান, আর্চি এবং লিলিবেটের গর্ভাবস্থায় বুলিং ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। 

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে আমি যে হুমকি ও নির্যাতনের মুখোমুখি হয়েছিলাম তার বেশিরভাগই ছিল যখন আমি আর্চি এবং লিলির গর্ভে থাকাকালে। কেনো লোকেরা এত ঘৃণ্য হতে পারে, এটি নিষ্ঠুর।

৪২ বছর বয়সি সাবেক এই অভিনেত্রী জানান, তিনি এখন সচেতনভাবে এ ধরনের নেতিবাচক মন্তব্য থেকে নিজেকে দূরে রাখেন। 

এ সময় তিনি নারীদের স্পর্শকাতর ও ব্যক্তিগত বা পারিবারিক বিষয়গুলো অন্য কারো সঙ্গে আলাপ না করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের উচিত একজন নারীর সঙ্গে যখন কোনো খারাপ ঘটনা ঘটে, সেটি সামাজিক মাধ্যমে বা অন্য কারো সঙ্গে শেয়ার না করে গোপন রাখার চেষ্টা করা।  তবে আমাদের সমাজে আর সেটি হয় না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম