Logo
Logo
×

আন্তর্জাতিক

সামনে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী, আতঙ্কে ইউক্রেনের বাসিন্দারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০২:৩৩ পিএম

সামনে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী, আতঙ্কে ইউক্রেনের বাসিন্দারা

ছবি: সংগৃহীত

রুশ বাহিনীর সামনে রীতিমতো খাবি খাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। হারানো জায়গা উদ্ধারের বদলে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ হারাচ্ছে নতুন এলাকার। 

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতিতেই এগোচ্ছেন রাশিয়ার সেনারা। ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

কিস্তিয়ানটিনিভকা এলাকার বাসিন্দা মারিয়া বলেন, ‘আমরা জানি কী আসতে চলেছে।’ ফলে তিনি তার ছেলের সঙ্গে ওই এলাকা ছেড়ে কিয়েভের উদ্দেশে পাড়ি দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সারা দিন বিষণ্ন হয়ে থাকি, আতঙ্ক সবসময় তাড়িয়ে বেড়ায়। এটা আমাদের ধারাবাহিকভাবে হতাশ করে তুলেছে। আমরা চরমভাবে ভীত।’

আরও পড়ুন: রাশিয়ার হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জেলেনস্কি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই রাশিয়া ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আভদিভকা নিয়ন্ত্রণে নেয়। এর পর থেকেই তারা শহরটির পশ্চিম দিকে ক্রমাগত এগিয়ে চলেছে। এরই মধ্যে বেশ কয়েকটি গ্রামও দখল করে নিয়েছেন রুশ সেনারা। 

ইউক্রেন বলেছে, তাদের সেনারা লড়াই অব্যাহত রেখেছে। তবে বর্তমানে রাশিয়ার সেনারা ১১০০ কিলোমিটার জায়গা জুড়ে পাঁচটি এলাকায় হামলা চালিয়ে যাচ্ছেন। 

পূর্ব দোনেৎস্কে ইউক্রেনের সেনাদের সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম