Logo
Logo
×

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১০:২৪ এএম

ভূমিকম্পে কাঁপল চীন

ভূমিকম্পে কাঁপল চীন

চীনের জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ১। নিউ আকসু থেকে ১৩৩ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। 

ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। এ ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জরুরি পরিষেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবারও চীনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

একই দিন ইরানের দক্ষিণাঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ভূত্বাত্তিক জরিপ সংস্থাটি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম