প্রার্থী হওয়ার প্রাথমিক দৌড়ে হোঁচট খেলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত
ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান প্রেসিডেন্ট পদের মনোনয়নের দৌড়ে প্রথম জয় পেয়েছেন নিকি হ্যালি৷ রিপাবলিকানদের ভোটদান প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্পের জয়রথকে থামিয়ে দিয়েছেন৷ তবে এখনো প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় অনেক এগিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প৷
রোববার (৩ মার্চ) ওয়াশিংটন ডিসিতে দক্ষিণ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে তার প্রথম প্রতিযোগিতায় জয়ী হয়েছেন৷
মার্কিন নির্বাচনি ব্যবস্থায় ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নির্বাচন করার জন্য নিজ নিজ রাজ্যের ওপর নির্ভর করে প্রাথমিক নির্বাচনের দিকে এগিয়ে যায়৷ দ্বিতীয় দফায় বছরের শেষের দিকে অনুষ্ঠিত সম্মেলনের সময় প্রেসিডেন্ট পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ ২০২৪ সালের ৫ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷
‘সুপার টিউসডে’র আগে হ্যালির জয়
জাতিসংঘের সাবেক এই প্রতিনিধি অন্তত ‘সুপার টিউসডে’ পর্যন্ত প্রতিযোগিতায় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন৷ যেখানে ১৫টি রাজ্য ও একটি মার্কিন অঞ্চল ভোট দেবে৷ জনমত জরিপে প্রায় সব রাজ্যেই ট্রাম্পকে এগিয়ে থাকতে দেখা গেছে৷
জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রাথমিক ভোটদানের সময় ট্রাম্প মোট আটটি রাজ্যে সর্বাধিক প্রতিনিধি জিতেছেন৷ ‘সুপার টিউসডে’কে সামনে রেখে আরও বেশি প্রতিনিধি সংগ্রহ করতে তিনি প্রস্তুতি নিচ্ছেন৷
নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা করার জন্য রিপাবলিকান মনোনয়ন জিততে একজন প্রার্থীকে কমপক্ষে এক হাজার ২১৫ জন প্রতিনিধি নিশ্চিত করতে হবে৷
ওয়াশিংটন ডিসিতে, হ্যালি ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন ও ট্রাম্প ৩৩.২ শতাংশ ভোট পেয়েছেন৷ হ্যালি ১৯ জন প্রতিনিধির সবকটিতেই জয়লাভ করেছেন৷ কিন্তু দলের চূড়ান্ত মনোনয়ন থেকে এখনো অনেক দূরে রয়েছেন৷
ট্রাম্পকে প্রত্যাখ্যান করলেন রিপাবলিকানেরা
হ্যালি ক্যাম্পেইনের মুখপাত্র অলিভিয়া পেরেজ-কিউবাস এক বিবৃতিতে বলেছেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই যে ওয়াশিংটনের সবচেয়ে কাছের রিপাবলিকানেরা ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করছে৷ হ্যালি মার্কিন ইতিহাসে প্রথম মহিলা যিনি রিপাবলিকান প্রাথমিক বাছাই জিতেছেন৷’
ডেমোক্রেটদের আধিপত্য থাকা ওয়াশিংটনে মাত্র ২৩ হাজার নিবন্ধিত রিপাবলিকান রয়েছে৷ রাজধানীর মধ্যপন্থী রিপাবলিকানেরা অন্যান্য রাজ্যের থেকে একেবারেই আলাদা৷ এদের মধ্যে সরাসরি রাজনীতিতে জড়িত অনেকেই বিশ্বাস করেন যে, ওয়াশিংটনে প্রাথমিক নির্বাচনে হ্যালির জয়লাভ তাকে চূড়ান্ত মনোনয়ন পেতে সহায়তা করবে৷
হ্যালির জয়ের পরপরই ট্রাম্পের প্রচারণা শিবির একটি বিবৃতি দিয়ে ব্যাঙ্গাত্মকভাবে তাকে ‘স্ট্যাটাস-কু’ বজায় রাখতে চাওয়া ডিসি লবিস্টদের দ্বারা পরিচালিত ব্যর্থ রানী বলে অভিনন্দন জানিয়েছে৷
সূত্র: আলজাজিরা