Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রেমের বিয়েতে বিচ্ছেদ বেশি, হিন্দু বিয়ে আইনে পরিবর্তন চায় ইলাহাবাদ হাইকোর্ট 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম

প্রেমের বিয়েতে বিচ্ছেদ বেশি, হিন্দু বিয়ে আইনে পরিবর্তন চায় ইলাহাবাদ হাইকোর্ট 

প্রতীকী ছবি

প্রেমের বিয়েতে দাম্পত্য কলহের সম্ভাবনা বেশি। আর কলহ থেকে বিবাহবিচ্ছেদ পর্যন্ত হচ্ছে। এজন্য হিন্দু বিয়ে আইনে পরিবর্তন প্রয়োজন বলে মনে করছে ভারতের ইলাহাবাদ হাইকোর্ট। এ বিষয়ে কেন্দ্রের কাছে সুপারিশও করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি মামলায় এক যুবককে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়েছে আদালত। সেই মামলার রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছে। আদালত বলেছে, সমাজের ধারায় প্রেম করে বিয়ে করার রীতি সহজেই ঢুকে পড়েছে। তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আইনে পরিবর্তন প্রয়োজন। হিন্দু বিয়ে আইনে, যে যে কারণে বিবাহবিচ্ছেদের কথা বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তা মানানসই নয় বলেও মন্তব্য করেছে আদালত।

ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার বিড়লা এবং বিচারপতি ডোনাডি রমেশের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে হিন্দু বিয়ে আইন সংশোধনের সুপারিশ করেছে। 
আদালত এও বলেছে, ১৯৫৫ সালে যে সময়ে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল, সেই সময়ের বিয়ের সঙ্গে এখনকার বিয়ের ধরন অনেক আলাদা। এখন যেভাবে বিয়ে হয়, তা তখন ‘শোনাই যেত না’। বিয়ের সঙ্গে জুড়ে থাকা আবেগ এবং শ্রদ্ধা এখনকার দিনে বদলে গেছে।

বিয়ের এই বদলকে প্রভাবিত করেছে শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা, জাতপাতের বাঁধ ভাঙা, আধুনিকতা এবং পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ। সমাজ এখন আরও বেশি উদার, স্বাধীন হয়ে উঠেছে। যে কারণে বিয়েতে আর আগের মতো আবেগের প্রয়োজন হয় না। এ ধরনের কিছু বিষয় বর্তমানে দাম্পত্য জীবনকে প্রভাবিত করছে। তাই বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনে বদল আনা প্রয়োজন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম