Logo
Logo
×

আন্তর্জাতিক

মক্কায় হজযাত্রীদের জন্য ১৮৬০ ভবন, জায়গা হবে ১২ লাখে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম

মক্কায় হজযাত্রীদের জন্য ১৮৬০ ভবন, জায়গা হবে ১২ লাখে

মক্কায় হজযাত্রীদের জন্য ১৮৬০ ভবনে থাকতে পারবেন ১২ লাখ মানুষ।ছবি:সংগৃহীত।

হজযাত্রীদের জন্য শুক্রবার থেকে চলতি বছরের জন্য ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। ভিসা প্রদান শেষ হবে আগামী ২৯ এপ্রিল। ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা হজের উদ্দেশে সৌদি আরবে যাওয়া শুরু করবেন।

এরই মধ্যে হজযাত্রীদের থাকার জন্য মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন। 

গালফ নিউজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে অনুযায়ী, এতে মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে লাইসেন্সের জন্য আবেদন নেওয়া হবে।

আরও পড়ুন:রোজার আগে আরব আমিরাতে ৪০ শতাংশ কমল খেজুরের দাম

আগামী জুনে অনুষ্ঠিতব্য হজ মৌসুমকে ঘিরে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। এবার সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।  

গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলিম মক্কায় হজ পালন করতে আসেন। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চসংখ্যক হজযাত্রী মক্কায় এসেছে।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম