Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০১:৫৪ পিএম

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গাজায় বিমান থেকে ত্রাণসহায়তা ফেলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাদের আরও বেশি কিছু করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও কিছু করবে।’ 

শুক্রবার (১ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ১০ বা ১১ মার্চ থেকে এ বছর মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার কথা রয়েছে।

আসন্ন পবিত্র রমজানে গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাইডেন। 

আরও পড়ুন: রমজানে গাজায় যুদ্ধবিরতির আশা বাইডেনের

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রশ্ন করেন, মুসলিমদের পবিত্র মাস শুরু হতে চলেছে ১০ বা ১১ মার্চ থেকে, ততক্ষণে আপনি একটি চুক্তি (গাজায় যুদ্ধবিরতি) আশা করছেন কিনা? জবাবে বাইডেন বলেন, আমি তাই আশা করছি। আমরা এখনো এটির জন্য কঠোর পরিশ্রম করছি।'

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, 'রমজানের শুরু থেকে সব সামরিক অভিযান ৪০ দিনের বিরতির বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি এ সময় গাজায় সাহায্যের প্রবাহও বৃদ্ধি পাবে।'

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় ৭ জিম্মি নিহত

তিনি জানান, সাগরপথে গাজায় ত্রাণসহায়তা পৌঁছে দিতে একটি মেরিটাইম করিডর স্থাপনের বিষয়ে ভাবছে তার দেশ।

অন্যদিকে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বোমা হামলায় তাদের হাতে থাকা জিম্মিদের মধ্যে সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন ইসরাইলি এবং তিনজন বিদেশি নাগরিক বলে জানা গেছে। 

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। তবে উপত্যকার কোন এলাকায় এই ৭ জিম্মি নিহত হয়েছেন, তা পরিষ্কার করেননি এই প্রতিরোধ যোদ্ধা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম