Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে বাইডেনকে চিঠি, যা বললেন ২৯ ডেমোক্র্যাট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১২:৫৫ পিএম

গাজা ইস্যুতে বাইডেনকে চিঠি, যা বললেন ২৯ ডেমোক্র্যাট

গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলি হামলা বন্ধের দাবিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা। ছবি:আনাদুলো এজেন্সি।

গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ২৯ জন ডেমোক্র্যাট সদস্য। শুক্রবার বাইডেনকে দেওয়া এই চিঠিতে জিম্মি মুক্তির সুবিধার্থে গাজা যুদ্ধে 'সাময়িক বিরতি' দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তারা। খবর আনাদোলু এজেন্সির।

চিঠিতে তারা লিখেছেন,'গাজা যুদ্ধে একটি সাময়িক বিরতি জিম্মিদের মুক্তি দিতে এবং বাস্তুচ্যুত লক্ষ লক্ষ বেসামরিক নাগরিকদের জন্য ত্রাণ দিতে সাহায্য করবে। 'পাশাপাশি এই বিরতি স্থায়ীভাবে সংঘর্ষের অবসানের পথও খুলে দিতে পারে বলে উল্লেখ করেছেন তারা।

এতে আরও বলা হয়েছে, কিছু সময়ের জন্য যুদ্ধ বন্ধ হলে গাজায় খাদ্য, পানীয়, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ পৌঁছানো সম্ভব হবে। সাধারণ মানুষ তাদের নিজ নিজ জায়গায় ফিরে যেতে সক্ষম হবে। সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলে এই অঞ্চলে পুনরুদ্ধারের দিকে মনোযোগ দেওয়া সম্ভব হবে বলেও জানিয়েছেন তারা। 

ডেমোক্র্যাট সদস্যরা আরও লিখেছেন, 'এই ফলাফল অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই ফিলিস্তিনি, ইসরাইলি, মিসরীয় এবং আমাদের মিত্রদের সঙ্গে একটি স্থায়ী সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গাজাকে সুরক্ষিত করতে একটি অস্থায়ী পুনরুদ্ধার প্রশাসন তৈরি করতে কাজ করতে হবে। '

আরও পড়ুন:গাজায় ইসরাইলি হামলায় ৭ জিম্মি নিহত

গাজায় একটি স্থায়ী শান্তি শুধুমাত্র মার্কিন নের্তৃত্বে ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা সম্ভব বলে বাইডেনকে দেওয়া চিঠিতে লিখেছেন তারা। 

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এ পর্যন্ত সেখানে ৩০ হাজার দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। 

ইসরাইলের হামলায় গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে রয়েছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম