শাহবাজকে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার কারণ জানালেন নওয়াজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম
ফাইল ছবি
পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) কয়েকটি দল ইতোমধ্যে দেশটিতে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে। নতুন এই সরকারের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজ শরিফকে মনোনীত করার ঘোষণা সম্প্রতি দেন পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ।
অথচ আগে পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নওয়াজের কথাই বলা হচ্ছিল। নিজে প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হয়ে হঠাৎ শাহবাজকে এই পদে মনোনীত করার বিষয়ে বুধবার একটা ব্যাখ্যা দিয়েছেন নওয়াজ।
আরও পড়ুন: জোট সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত বিলাওয়াল-নওয়াজের, কার দল পাচ্ছে কোন পদ
ইসলামাবাদে পিএমএল-এনের সংসদীয় দলের বৈঠকের পর নওয়াজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই পদের জন্য শাহবাজই সেরা পছন্দ।
২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয় ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকার। পরে শাহবাজের নেতৃত্বে বিরোধীরা জোট সরকার গঠন করে। এই সরকারের ১৬ মাসের মেয়াদকালে শাহবাজের নেতৃত্বের প্রশংসা করেন নওয়াজ।
কঠিন সময়ে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শাহবাজের প্রচেষ্টার স্বীকৃতি দেন নওয়াজ।
তিনি বলেন, পাকিস্তানকে খেলাপি হওয়ার হাত থেকে বাঁচাতে শাহবাজ যে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, সে জন্য তার প্রশংসা করা উচিত।
নওয়াজ সতর্ক করে বলেন, আগামী দেড় থেকে দুই বছরে পাকিস্তানের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। সম্ভাব্য প্রতিকূলতার মুখে দলের সদস্যদের অবিচল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পাকিস্তানের বিচার বিভাগ ও সেনাবাহিনীর কিছু অংশকে নিশানা করে কড়া মন্তব্য করেন নওয়াজ। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হওয়া সত্ত্বেও যারা পিটিআইকে ক্ষমতায় বসাতে ভূমিকা রেখেছিলেন, তাদের ‘অপরাধী’ হিসেবে তিনি অভিহিত করেন।
নওয়াজ তার ক্ষমতাচ্যুতির জন্য যাদের দায়ী বলে মনে করেন, তিনি সরাসরি তাদের নিশানা করে কথা বলেন। তিনি বলেন, পিটিআইকে ক্ষমতায় বসিয়ে শুধু তাকেই নিপীড়ন করা হয়নি, পাকিস্তানের জনগণকেও নিপীড়ন করা হয়েছে।
পাকিস্তানের বিচার বিভাগের, বিশেষ করে যেসব বিচারক নওয়াজের বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তাদের সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তারা আজ পদত্যাগ করছেন।’
পিটিআইয়ের নেতৃত্বকেও নিশানা করেন নওয়াজ। তিনি বলেন, ‘আমরা এমন লোকদের মুখোমুখি হচ্ছি, যারা যুক্তিতে বিশ্বাস করেন না।’
পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপি হয়েছে বলে যে অভিযোগ পিটিআই করছে, তার সমালোচনা করেন নওয়াজ।
তিনি বলেন, তারা (পিটিআই) হেরে গেলেই কারচুপির কথা বলে কান্নাকাটি করে।