ইলিনয়ের ব্যালটে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের একজন বিচারক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইলিনয়ের রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাথমিক ব্যালটে অযোগ্য ঘোষণা করেছেন। কারণ হিসেবে তিনি জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে বিদ্রোহে ট্রাম্পের ভূমিকা ছিল।
মার্কিন সুপ্রিমকোর্ট এ মামলার চূড়ান্ত ফলের সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
কুক কাউন্টি সার্কিট বিচারক ট্রেসি পোর্টার ইলিনয় ভোটারদের পক্ষে ছিলেন। ইলিনয় ভোটাররা যুক্তি দিয়েছিলেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর বিদ্রোহবিরোধী ধারা লঙ্ঘনের জন্য রাজ্যের ১৯ মার্চের প্রাথমিক ব্যালট এবং ৫ নভেম্বরের সাধারণ নির্বাচনের ব্যালট থেকে অযোগ্য ঘোষণা করা উচিত।
আরও পড়ুন: ট্রাম্পের জয়যাত্রা সত্ত্বেও টিকে আছেন হ্যালি
ট্রাম্পের প্রচারণার মুখপাত্র বলেছেন, এই রায় একটি অসাংবিধানিক। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি।
ইলিনয়ের এ মামলাসহ অন্যান্য অনুরূপ মামলার চূড়ান্ত ফল সম্ভবত মার্কিন সুপ্রিমকোর্ট নির্ধারণ করবেন। ভোটের ব্যালটে ট্রাম্পের যোগ্যতা-সম্পর্কিত যুক্তি ৪ ফেব্রুয়ারি শুনেছেন মার্কিন সুপ্রিমকোর্ট।
আদেশের পর বিচারক পোর্টার বলেছেন, তিনি তার সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন। কারণ ট্রাম্প ইলিনয়ের আপিল আদালতে আপিল করবেন বলে তিনি ধারণা করছেন। তা ছাড়া এ বিষয়ে মার্কিন সুপ্রিমকোর্ট থেকে একটি সম্ভাব্য আদেশ আশা করছেন তিনি।
সূত্র: রয়টার্স, সিএনএন