Logo
Logo
×

আন্তর্জাতিক

শপথ নিলেন পাকিস্তানের পাঞ্জাব বিধানসভার নবনির্বাচিত এমপিরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম

শপথ নিলেন পাকিস্তানের পাঞ্জাব বিধানসভার নবনির্বাচিত এমপিরা

পাঞ্জাব বিধানসভা অধিবেশনে শপথ নিচ্ছেন পিএলএম-এন নেতা মরিয়ম আওরঙ্গজেব(বামে) এবং মরিয়ম নওয়াজ(ডানে)। ছবি:ডন।

আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে পাকিস্তানে। আজ শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশে শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপিরা। এ সময় তাদের শপথবাক্য পাঠ করিয়েছেন বিদায়ী স্পিকার সিবতাইন খান। খবর ডন, সামা টিভির।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় এমপিদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরুর কথা থাকলেও দুই ঘণ্টা ২০ মিনিটের বেশি বিলম্বের পর শপথ গ্রহণ শুরু হয়।

এর আগে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এবং মুখ্যমন্ত্রীর পদের জন্য দলের মনোনীত মিয়ান আসলামকে বিধানসভা চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। এরপরই সেখানে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। একদিকে স্পিকারের কাছে শপথ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন পিএমএল-এন আইনপ্রণেতারা; আর অন্যদিকে বিরোধীদের তখনো পর্যন্ত সংরক্ষিত আসন বরাদ্দ না হওয়ায় স্পিকারকে অধিবেশন মুলতবি করতে তারা আহ্বান জানাচ্ছিলেন।  

এরপর উত্তেজনা কমাতে অধিবেশন সংক্ষিপ্তভাবে স্পিকার শুক্রবারের নামাজের পর পর্যন্ত স্থগিত করেন। নামাজের পর শুরু হয় শপথ গ্রহণ।

আরও পড়ুন:নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে: শাহবাজ

এছাড়া আগামীকাল পাঞ্জাব বিধানসভার নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাসেম্বলি সচিব। স্পিকার এবং ডেপুটি স্পিকার প্রার্থীদের আজ বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল।  

এদিকে প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে পিএমএল-এনের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। এর মাধ্যমে তিনিই হবেন পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হতে মরিয়ম নওয়াজ নির্বাচনে জয় পাওয়া পিপি-১৫৯ আসনে তিনি তার ক্ষমতা ধরে রাখবেন। অন্যদিকে শপথ গ্রহণের আগেই নির্বাচনে জয় পাওয়া আরেক আসন এনএ-১১৯ থেকে পদত্যাগ করেছিলেন মরিয়ম নওয়াজ।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম