Logo
Logo
×

আন্তর্জাতিক

মিউনিখ সম্মেলনে আয়ারল্যান্ড

নিরাপত্তা পরিষদের ৫ দেশের ভেটো ক্ষমতা বাতিল করা উচিত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১০ পিএম

নিরাপত্তা পরিষদের ৫ দেশের ভেটো ক্ষমতা বাতিল করা উচিত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা বাতিল করার দাবি জানিয়েছে আয়ারল্যান্ড। শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে উপস্থিত বিশ্বনেতা ও সরকারপ্রধানদের সামনে একথা বলেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন। আনাদোলু এজেন্সি।

আইরিশ পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, ‘নিরাপত্তা পরিষদের পাঁচ রাষ্ট্রের ভেটো ক্ষমতার একবিংশ শতাব্দীতে কোনো স্থান নেই। এর অপব্যবহার বৈষম্য ছড়াচ্ছে।’ 
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আন্তর্জাতিক প্রচেষ্টা বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা ব্যবহার করে বাতিল করেছে। এ সম্পর্কে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দৃষ্টিতে ভেটো ক্ষমতা বাতিল হওয়া উচিত। এটি শুধু নৈরাজ্যবাদ সৃষ্টি করে।’ 

নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা ও ভেটো পরিস্থিতির অপব্যবহারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, এর কারণে নিরাপত্তা পরিষদ ইতোমধ্যে অকার্যকর হয়ে পড়েছে। আমাদের সবাইকে এটি বাতিলে চেষ্টা ও চাপ অব্যাহত রাখতে হবে।’ 

মার্টিন আরও বলেন, ‘এই ভেটোর কারণে নিরাপত্তা পরিষদ ইউক্রেন ইস্যুতে এখন পর্যন্ত কোনো কার্যকর বিবৃতি দিতে পারেনি। এটি একটি সামগ্রিক ব্যর্থতা এবং ফিলিস্তিনের গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদের উদ্যোগগুলো খুব দুর্বল ছিল। উদাহরণস্বরূপ, গাজা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে কার্যকর পদক্ষেপের চেয়ে ভেটো বেশি হয়েছে।’

প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্সের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে উত্থাপিত কোনো প্রস্তাবে এই পাঁচটি দেশের মধ্যে কোনো একটি দেশ ভেটো দিলে সেই প্রস্তাব নিরাপত্তা পরিষদে বাতিল হয়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম