Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের জয়কে ‘রূপকথা’ বললেন ইলন মাস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম

ইউক্রেনের জয়কে ‘রূপকথা’ বললেন ইলন মাস্ক

ইউক্রেন যুদ্ধ চলছে ৭২৩ দিন ধরে। এখনো থামার কোনো ইঙ্গিত নেই। এ যুদ্ধ নিয়ে এবার মন্তব্য করলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি বলেছেন, যারা ইউক্রেনের জয়ের স্বপ্ন দেখছেন, তারা ‘রূপকথার জগতে’ বাস করছেন।

ইলন মাস্ক আরো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধ থেকে পিছনে ফেরেন, তবে তিনি খুন হতে পারেন। টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (সাবেক টুইটার) আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন। খবর এনডিটিভির

ইলন মাস্কের মতে, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে ব্যাপক সহায়তা দেয়, তাতে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে। এতে ইউক্রেনের জন্য কোনো সুফল আসবে না।

এর আগেও ইলন মাস্ক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ জয়ের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি ক্রমাগত মার্কিন সহায়তার দিকে তাকিয়ে থাকা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বিদ্রূপ করে আসছেন। এ কারণে ইলন মাস্ককে ইউক্রেন ও কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির সদস্যরা সমালোচনা করেছেন।

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার পর ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সেখানে ইন্টারনেট সেবা দিয়ে আসছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম