Logo
Logo
×

আন্তর্জাতিক

জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম

জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি

অর্থনৈতিক মন্দার কবলে পড়ে জার্মানির কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান হারিয়েছে এশিয়ার দেশ জাপান। জাপান সরকারের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, গত বছরের শেষ অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জাপানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) শূন্য দশমিক ৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে। এর আগের প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ সঙ্কুচিত হয়।

অর্থনীতির সাধারণ সূত্র অনুসারে, টানা দুই প্রান্তিকে অর্থনৈতিক সঙ্কোচন হলে বলা যায়- অর্থনৈতিক মন্দা চলছে। সাম্প্রতিক পরিসংখ্যানগুলোতে দেখা যায়, ২০২৩ সালে জাপানের অর্থনীতির মূল্য ছিল প্রায় ৪ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে জার্মানির অর্থনৈতিক মূল্য ছিল ৪ দশমিক ৪ ট্রিলিয়ন। 

জাপানের মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ২০২৩ সালে জাপানের জিডিপি দাঁড়িয়েছে ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। একই সময়ে জার্মানির জিডিপি ছিল ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। জাপান ও জার্মানির অর্থনীতিতে প্রধান সমস্যা হলো- শ্রমিকদের সংখ্যা কমে যাওয়া, আশঙ্কাজনকভাবে কমে যাওয়া জন্মহার, বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়া ইত্যাদি। 

তবে জার্মানির থেকেও জাপানের সমস্যা আরও বেশি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পর জাপানই ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। কিন্তু এখন সেই জায়গায় রয়েছে চীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম