শাহবাজের নেতৃত্বাধীন জোট কি সরকার গঠন করছে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০ পিএম
শাহবাজের নেতৃত্বে বৈঠক
পাকিস্তানের নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে পিএমএল-এন ও পিপিপি-কে নিয়ে একটি জোট গঠনের পরিকল্পনা করা হচ্ছে। যে জোটে আরও থাকছে এমকিউএম, পিএমএল-কিউ, আইপিপি ও বিএপি। দলগুলোর মোট আসন দাঁড়ায় ১৫২টি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, দলগুলো একজোট হলে সংরক্ষিত নারী আসনের ৬০টি এবং ১০টি সংখ্যালঘু আসন যুক্ত করার পর কেন্দ্রে সরকার গঠনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় ১৬৯টি আসন থাকবে তাদের। অর্থাৎ সহজেই তারা পরবর্তী সরকার গঠন করতে পারবে। তবে এই পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসেনি।
তবে এই দলগুলো ২২৪ এর ম্যাজিক সংখ্যায় পৌঁছাতে সক্ষম হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের ৩৩৬ সদস্যের জাতীয় পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২২৪টি আসন।
অপরদিকে পিটিআই-সমর্থিত প্রার্থীরা পার্টির ঘোষণা অনুযায়ী মজলিস-ই-ওয়াহদাতুল মুসলিমীনে (এমডব্লিউএম) যোগদান করলে তারাও নারী ও সংখ্যালঘু আসনগুলিতে অংশ পাবে।
যেহেতু এমডব্লিউএম শুধু খাইবার পাখতুনখাওয়া থেকে একটি আসন জিতেছে, সেহেতু পিটিআই শুধু ওই প্রদেশের নারীদের জন্য বরাদ্দকৃত ১০টি সংরক্ষিত আসনের ভাগ পাবে।