Logo
Logo
×

আন্তর্জাতিক

নওয়াজের দলে যোগ দিলেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম

নওয়াজের দলে যোগ দিলেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী

পাকিস্তানের নির্বাচনে যেন চমকের শেষ নেই। এবার তাক লাগালেন ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থী ওয়াসিম কাদির। লাহোরের এনএ-১২১ আসন থেকে বিজয়ী পিটিআই সমর্থিত এই প্রার্থী নওয়াজের দল পিএমএল-এনে যোগ দিয়েছেন। খবর ডনের

দলের পোস্ট করা এক ভিডিওতে কাদির পিএমএল-এনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজের পাশে দাঁড়িয়ে বলেন, আমি আমার নীড়ে ফিরেছি।

পিটিআই লাহোরের এই সাধারণ সম্পাদক ওয়াসিম কাদির নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিনি নির্বাচনী এলাকার জনগণ এবং বন্ধুদের সঙ্গে পরামর্শ করার পরে পিএমএল-এনে যোগ দিচ্ছেন।

লাহোরে এনএ-১২১ আসনে পিএমএল-এন প্রার্থী শেখ রোহাইল আসগরকে পরাজিত করেন ওয়াসিম কাদির।

অবাক করা এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পিটিআইয়ের পক্ষ থেকে। 

এদিকে পাকিস্তানের নতুন সরকারে বিরোধী দল গঠনের ইঙ্গিত দিয়েছে পিটিআই চেয়ারম্যান গহর আলি খান। তিনি বলেন, পাকিস্তানের দুটি বড় দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে যোগ দেবে না ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা। 

গহর জানিয়েছেন, সরকার গঠন করতে না পারলে তারা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে।

ডনের সঙ্গে আলাপকালে রোববার গহর বলেন, আমরা পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে আলাপ করতে স্বাচ্ছন্দ বোধ করি না। তাদের সঙ্গে জোট করে আমরা সরকার গঠন করব না। তাদের সঙ্গে জোট গড়ার চেয়ে এককভাবে বিরোধী দলের ভূমিকা পালন করাই ভালো।

আরও পড়ুন:

>>পাকিস্তানে জোট গঠন নিয়ে জটিল সমীকরণ

>>পাকিস্তানে নির্বাচন: বৈঠকের পর দুই দলের দুই মত

>>বিরোধী দল গঠন করবে ইমরানপন্থিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম