পাকিস্তানে মোবাইল পরিষেবা ফের স্বাভাবিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭ পিএম
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন ছিল আজ। স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। এ সময় নিরাপত্তা হুমকির কারণে পাকিস্তানজুড়ে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোট শেষে ফের দেশের বিভিন্ন জায়গায় মোবাইল পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।
রাত ৮টার কিছু পরে এক্স-এ একটি পোস্টে বলা হয়েছে, ভাক্কর, সারগোধা, তক্ষশিলা, গুজার খান চক্রী, লোরালাই, সিবি, ঝাল মাগসি এবং মালির ও করাচি বাদে পুরো সিন্ধুতে সেলুলার পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে।
এদিকে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা বলেছেন, শতভাগ স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।
রাষ্ট্র পরিচালিত পিটিভির প্রতিবেদনে রাজা বলেন, কোনও বাধা ছাড়াই ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত ছিল। কোনও নাগরিককে ভোট দিতে বাধা দেওয়া হয়নি।
এর আগে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হাক কাকার বলেছেন, ভোটদানে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণে বোঝা যায়, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। এমন নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।