Logo
Logo
×

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হলেন লেবাননের বিচারক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৪ এএম

আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হলেন লেবাননের বিচারক

ছবি: সংগৃহীত

লেবাননের বিচারক নাওয়াফ সালাম আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 

আগামী ৩ বছর এই দায়িত্বে থাকবেন তিনি। তার নেতৃত্বেই ১৫ সদস্যের বিচারক ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার বিচার করবেন। ২০১৮ সাল থেকে তিনি আন্তর্জাতিক বিচার আদালতের সদস্য হিসেবে কাজ করেন। 

এর আগে ১০ বছর তিনি জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন। 

এছাড়া উগান্ডার বিচারক জুলিয়া সেবুটিন্ডে আইসিজে'র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম