
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
চতুর্থ পারমাণবিক চুল্লি নির্মাণ করছে ইরান

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম

আরও পড়ুন
ইরান নিজেদের চতুর্থ পারমাণবিক চুল্লি নির্মাণ শুরু করেছে। মধ্য-ইরানের ইস্ফাহান শহরে এ নতুন অবকাঠামো তৈরি হচ্ছে।
সোমবার তেহরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে উদ্ধৃত করে বলেছেন, ‘আজ, ইস্ফাহান সাইটে চুল্লি ভিত্তি স্থাপনের জন্য কংক্রিট ঢালার প্রক্রিয়া শুরু হয়েছে।’
১০ মেগাওয়াটের চুলিটিকে একটি ‘গবেষণা চুল্লি’ হিসাবে বর্ণনা করা হয়েছে। এতে জ্বালানি, পারমাণবিক উপাদান পরীক্ষা, শিল্প রেডিওআইসোটোপ এবং রেডিওফার্মাসিউটিক্যালস উৎপাদনসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকবে।
যদিও ইরানের এ উদ্যোগটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। বিষেশজ্ঞদের দাবি, স্থানটিতে পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে বলছে, চুল্লিটি শুধু বেসামরিকদের ব্যবহারের জন্য নির্মিত হচ্ছে।