চিলিতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
![চিলিতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/02/05/image-771120-1707130984.jpg)
চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
আন্ডার সেক্রেটারি ম্যানুয়েল মনসালভে এক সংবাদ সম্মেলনে বলেন, দাবানলের ঘটনায় হাসপাতালের চিকিৎসক ১১২ জনের মৃতদেহ গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩২ জনের লাশ সনাক্ত করা গেছে।
তিনি আরো বলেন, চিলির ৪০টি স্থানে এখনো দাবানল সক্রিয় রয়েছে।