গাজায় রাতভর ইসরাইলের হামলা, নিহত ৯২
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
গাজায় শনিবার রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, শনিবার রাতে ইসরাইলি বাহিনী যেসব জায়গায় বোমা ফেলেছে তার মধ্যে মিসর সীমান্তবর্তী রাফাহ শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলও রয়েছে। প্রাণ বাঁচাতে গাজার নানা প্রান্ত থেকে আসা অনেক মানুষ ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন।
গাজার উত্তরাঞ্চলের অনেকাংশই এখন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে। তাদের পদাতিক বাহিনী মধ্যাঞ্চল হয়ে এখন গাজার দক্ষিণাংশের দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণের সর্ববৃহৎ নগরী খান ইউনিস ঘিরে তীব্র লড়াই চলছে।
এ অবস্থায় প্রাণ বাঁচাতে লাখ লাখ মানুষ রাফাহ-য় আশ্রয় নিয়েছেন। সেখানেও নিয়মিত আকাশ হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
যুদ্ধ শুরুর আগে রাফাহ-য় প্রায় দুই লাখ মানুষ বসবাস করতো। এখন গাজার অর্ধেকের বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।