বানরের কারণে মধ্য থাইল্যান্ডের লোপবুরি শহরটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। শহরে আর বিনিয়োগ করছেন না ব্যবসায়ীরা। শহর ছেড়ে গেছেন বেশিরভাগ বাসিন্দাও। হাজার হাজার বানর দখল করে নিয়েছে শহরটি।
সাউথ চায়না মর্নিং পোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, শহরে এখন কমপক্ষে সাড়ে ৩ হাজার বানরের বাস। বেশিরভাগ সময়েই দোকানের সামনের অংশ ভাঙচুর করে বানররা। সেসব মেরামত করতে দোকানমালিকদের আবার অতিরিক্ত টাকা খরচ করতে হয়।
বাধ্য হয়ে দোকান মালিকরা ব্যবসা বন্ধ করে শহর ছেড়ে চলে গেছেন। ১০ কোটি বাথ থেকে ৭ কোটি বাথে নেমে এসেছে এক সময়ের বাণিজ্যনগরী লোপবুরি।