Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ার বন্দিশিবির থেকে পালিয়েছে ১১৫ রোহিঙ্গা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম

মালয়েশিয়ার বন্দিশিবির থেকে পালিয়েছে ১১৫ রোহিঙ্গা

মালয়েশিয়ার পেরাক প্রদেশের বাইদর শহরের একটি অস্থায়ী বন্দিশিবির থেকে ১৩১ অবৈধ অভিবাসী পালিয়েছেন। এদের মধ্যে ১১৫ জন রোহিঙ্গা, বাকী ১৬ জন মিয়ানমারের নাগরিক। খবর মালয় মেইলের

স্থানীয় পুলিশপ্রধান মোহাম্মদ নাইম আসনাউই জানিয়েছেন, বাইদরের ওই বন্দিশিবিরে বৃহস্পতিবার দাঙ্গায় জড়ান ১১৫ রোহিঙ্গাসহ মিয়ানমারের আরও ১৬ নাগরিক। তাদের সবাই পুরুষ। এরপর তারা বন্দিশিবির থেকে পালিয়ে যান। পালানোর পর রাতের অন্ধকারে গাড়ির ধাক্কায় একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, কী কারণে বন্দিশিবিরে দাঙ্গার সূত্রপাত হলো, তা জানতে তদন্ত করা হচ্ছে। পালিয়ে যাওয়া সবাইকে পুনরায় আটকের চেষ্টা করছে পুলিশসহ অন্যান্য বাহিনী।

নিজ দেশ মিয়ানমারে ব্যাপক নিপীড়নের মুখে পালিয়ে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। নিপীড়িত রোহিঙ্গাদের অনেকেই ঝুঁকি নিয়ে দীর্ঘ সাগরপথ পাড়ি দিয়ে মালয়েশিয়াতেও পালিয়ে যান। এসব রোহিঙ্গাকে আটকের পর প্রায়ই বন্দিশিবিরে পাঠায় দেশটির নিরাপত্তা বাহিনী।

মালয়েশিয়া সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে এক লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। দেশটিতে তারা নির্মাণকাজসহ বিভিন্ন নিম্ন মজুরির পেশায় যুক্ত রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম