Logo
Logo
×

আন্তর্জাতিক

ফ্লোরিডায় গভীর রাতে আছড়ে পড়ল বিমান 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম

ফ্লোরিডায় গভীর রাতে আছড়ে পড়ল বিমান 

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। খবর এএফপির। 

প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি৩৫ বিমান। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। 

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে কাজ করা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি বেশ ঘনবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমাণ কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।

আরও পড়ুন: মন্ত্রিপরিষদের শপথ ও সংসদে পিটার হাস, যা বললেন বিচারপতি মানিক

বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। তবে বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে যায়। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্লিনওয়াটারের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্কট ইলার্স জানিয়েছেন, বিমানটি বিধ্বস্তের সময় অনেক বাড়িতে লোকজন ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম