ইসরাইলের নৃশংস হামলায় বিধ্বস্ত গাজায় খাদ্য সংকটের চরম ঘাটতি দেখা দিয়েছে। ধীরে ধীরে পুরো শহরটি পূর্ণমাত্রার দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দিনে একবেলা খাবার দূরের কথা, পচা-বাসি পাওয়াও একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে।
খাদ্যের অভাবে বাধ্য হয়ে এখন ঘাস খাচ্ছে মানুষ! রাফাহতে বাস্তুচ্যুত একজন শারীরিক থেরাপিস্ট মোহাম্মদ হামুদা মঙ্গলবার সিএনএনকে বলেছেন, উত্তর গাজার আল-হাউ নামের নিহত ব্যক্তির পরিবার ঘাস এবং দূষিত পানি পান করে জীবিকা নির্বাহ করছেন।
গাজায় ত্রাণের গাড়িগুলো প্রবেশ করলে মানুষ সাহায্যের জন্য একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। খাবারের সন্ধানে কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে মানুষ।
জাতিসংঘের জরুরি ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস অনাহারের ঝুঁকি হিসাবে গাজাকে চিহ্নিত করে বলেন, ‘আসলে দুর্ভিক্ষের মধ্যে রয়েছে।’
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরাইল গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করছে এবং খাদ্যকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে।’