Logo
Logo
×

আন্তর্জাতিক

সকালে পদত্যাগ, বিকালে আবার শপথ নিলেন নীতীশ কুমার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম

সকালে পদত্যাগ, বিকালে আবার শপথ নিলেন নীতীশ কুমার

সকালে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বিকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতের বিহার রাজ্যের জেডিইউ নেতা নীতীশ কুমার। এই নিয়ে মোট ৯ বার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন।

নীতীশকে রোববার বিকাল পাঁচটার দিকে রাজভবনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর। তার সঙ্গেই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন বিজেপির রাজ্য সভাপতি ও বিধান পরিষদের (রাজ্যের উচ্চকক্ষ) সদস্য সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। তারা দুজনই হবেন উপমুখ্যমন্ত্রী। আরও ছয় নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিজেপির প্রেম কুমার।

নীতীশের দল থেকে তিনজন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিজয় কুমার চৌধুরী, বীজেন্দ্র প্রসাদ যাদব ও শ্রাবণ কুমার। শরিক দল হিন্দুস্তান আওয়ামী মোর্চার (ধর্মনিরপেক্ষ) সভাপতি সন্তোষ কুমার ও সমর্থনকারী একমাত্র স্বতন্ত্র বিধায়ক সুমিত কুমার সিংও পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

নতুন সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই নীতীশকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি বলেন, রাজ্যের উন্নয়ন ও মানুষের আশা–আকাঙ্ক্ষা মেটাতে নতুন এনডিএ সরকার চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিনহাকে অভিনন্দন জানিয়ে প্রধান

আগামী বছর রাজ্য বিধানসভার নির্বাচন। তত দিন পর্যন্ত নিশ্চিতভাবেই নীতীশ মুখ্যমন্ত্রী থাকবেন বলে বিজেপি তাকে আশ্বাস দিয়েছে। তার আগে রয়েছে লোকসভার ভোট। ২০১৯ সালে নীতীশকে পাশে নিয়েই এনডিএ রাজ্যের ৪০ টির মধ্যে ৩৯টি আসন পেয়েছিল বিজেপি। এবারও নীতীশকে সেই লক্ষ্যেই কাছে টেনেছে তারা।

জোট বদলেও রেকর্ড গড়েছেন বিহারের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী। ২০১৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মোট পাঁচবার শিবির বদল করলেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে নীতীশের ভোলবদল বিরোধী জোট ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। কারণ ইন্ডিয়া জোটের অন্যতম মুখ ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনিই। আসন ভাগাভাগি নিয়ে যখন জোটের অন্দরে ফাটল ধরছে, সেই সময় জোটই বদলে ফেললেন নীতীশ কুমার। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম